রাতে ফেরেননি, সকালে মিলল গলাকাটা লাশ


রাতে ফেরেননি, সকালে মিলল গলাকাটা লাশ

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মান্নান মোল্লা (৩৬) নামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মোটরসাইকেল (বাইক) রাইড শেয়ারিং করতেন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি )সকালে উপজেলার টুপিপাড়া খালপাড়ার মৎস্য ভবনের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

মান্নান মোল্লা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ওই যুবক মাগুরা জেলা শহর থেকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে মোটরসাইকেলে যাত্রী পৌঁছে দিতেন। বুধবার (২৯ জানুয়ারি )রাতেও যাত্রী নিয়ে বের হন। তবে বাড়িতে ফেরেননি তিনি। বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী টুপিপাড়া খালপাড়া এলাকার মৎস্য ভবনের সামনে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মান্নানের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ ইদ্রিস আলী জানান, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×