‘তোর কল্লা কেটে নেব, আর তোর ভাইয়ের পা’


‘তোর কল্লা কেটে নেব, আর তোর ভাইয়ের পা’

পিরোজপুর জেলার নাজিরপুরে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন খান বলেন, ‘তোর কল্লা (মাথা) কেটে নেব, তোর ভাইয়ের পা কেটে নেব। বিএনপি নেতাদের নির্দেশ।’ 

উপজেলা বিএনপির নেতাদের বরাত দিয়ে এ হুমকি দেন তিনি। 

সোমবার (২৭ জানুয়ারি) শ্রমিক দল নেতার এমন বক্তব্যের অভিও ভাইরাল হয়েছে।  

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক টুকু শ্রমিক দল নেতা সুমনের মোবাইল ফোনে কল দেন। এ সময় ছাত্রলীগ নেতা টুকু বলেন, ‘সুমন ভাই আপনি কেন আমাকে খুঁজছেন?’ জবাবে সুমন এ হুমকি দেন। এ ঘটনার পর শ্রমিক দল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

ভাইরাল হওয়া অভিওতে শ্রমিক দল নেতা সুমন খান আরও বলেন, ‘আমি দলের কামলা। আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বলেছি।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সবিব আবু হাসান খান বলেন, ‘শ্রমিক দল নেতা সুমন খানকে বহিষ্কার করেছে।’
 
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×