লক্ষ্মীপুরে ২১ লাখ টাকা অনুদান পেল সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার


লক্ষ্মীপুরে ২১ লাখ টাকা অনুদান পেল সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ২১ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে নিহত ৪ জনের পরিবারকে ২০ লাখ টাকা ও আহত একজনকে ১ লাখ টাকা দেওয়া হয়। 

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন ও আহত একজনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ টাকা ও আহত একজনের পরিবার পেলেন এক লাখ টাকার চেক। দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করে।

বক্তারা জানান, বাংলাদেশের মতো অন্য কোনো দেশে সড়ক দুর্ঘটনায় এতো বেশি হতাহতের নজির নেই। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল, অদক্ষ চালক ও অসতর্ক যাতায়াতের কারণে এদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়তে হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সহকারী পরিদর্শক (মোটরযান) পবন চাকমা, ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×