সিলেট শহরে বাসা ভাড়া নিয়ে দুশ্চিন্তায় মধ্যবিত্তরা
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ২২ জানুয়ারী ২০২৫

নতুন বছরের নতুন বার্তা নিয়ে এসেছে ২০২৫ সাল। তবে, এত এত নতুন বার্তার মধ্যেও কপালে নতুন করে চিন্তা যুক্ত হয়েছে মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে। যেখানে প্রতি বছরই সিলেট শহরে বাসা ভাড়া বেড়েই চলছে। আর দিন দিন এই বাসা ভাড়া বাড়ার ফলে খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। বিশেষ করে সেই তালিকায় রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবীরা। বছরের শুরু থেকে বাসাভাড়া বাড়ানোর নোটিশ পাওয়ার পর অনেকেই সাধ্যের মধ্যে ভাড়া বাসা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন।
সিলেট শহর ঘুরে দেখা যায়, বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারগুলো সুযোগ-সুবিধাসহ নানা বিষয়ের কথা চিন্তা করে ১০ দশ হাজার থেকে ১৫ হাজার ভাড়া দামের বাসার দিকে ঝুকলেও দ্রব্যমূল্যের উর্ধগতি আর বাচ্চাদের পড়ালেখার খরচ বহনের কথা চিন্তা করে অনেকেই শহর থেকে খানিকটা দূরে বাসা নিচ্ছেন। যে তালিকায় শহরের মেজরটিলা শাহপরানসহ বিভিন্ন এলাকাগুলো ভাড়া বাসার জন্য প্রথম পছন্দের তালিকায় মধ্যবিত্ত পরিবারগুলোর।
এ ছাড়া, বেশিরভাগ ভাড়া বাসায় লাইনের গ্যাস ও প্রিপেইড মিটার থাকার কারণে অনেকটাই দিগুণ টাকা খরচ করতে হয় পরিবারগুলোর।
সিলেট নগরীর আম্বরখানার বাসিন্দা আশিক মিয়া বলেন, ‘বছরের শুরুতে মালিক বাসা ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন। দ্রব্যমূল্যের উর্ধগতিসহ বাচ্চাদের নতুন বছরের স্কুলে ভর্তিসহ নানা খরচ তার উপরে বাসা ভাড়ার খরচ উপরে বাড়ছে যেটা নিয়ে চিন্তায় আছি।’
বেসরকারি চাকরিজীবী সুমন আহমদ বলেন, ‘চাকরি করে আর কত টাকা পাই, তার উপর সামনের মাস থেকে বাসা ভাড়া আরো দেড় হাজার টাকা বাড়বে বলে জানিয়েছে মালিক পক্ষ। তাই, আপাতত সাধ্যের মধ্যে একটি নতুন বাসা খুঁজছি।’
রতন নামের সবজি ব্যবসায়ী বলেন, ‘পরিবার নিয়ে প্রতি বছর একই সমস্যা পড়তে হয়। আয়ের তুলনায় যেই হারে বাসা ভাড়া বাড়ছে, আমাদের মত ছোট ব্যবসায়ীদের জন্য ভাড়া বহন করা কষ্টকর হয়ে যাচ্ছে।’