সিলেটে হঠাৎ জেঁকে বসেছে শীত, কুয়াশাচ্ছন্ন সড়কে বিপাকে দূর পাল্লার বাস
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:২৯ পিএম, ২২ জানুয়ারী ২০২৫

সিলেটে আচানক বেড়েছে শীতের তীব্রতা। যার ফলে কুয়াশা অনেকটা ছেয়ে গেছে শহরের অলিগলি। দূর পাল্লার যানবাহন চলাচলে হিমশিম খাচ্ছেন বাস চালকরা। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল করা বাসগুলো কুয়াশার কারণে সঠিক সময়ে গন্তব্যে এসে পৌঁছাতে পারছে না।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেটে সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করলেও রাত বাড়ার সাথে সাথে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
সিলেটে প্রতি বছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে; যেখানে ১৩ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা আছে।
এ দিকে, আচানক শীত জেঁকে বসার কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
সিলেট শহরের বসবাস করা বেশিরভাগ মানুষই শীত জেঁকে বসায় তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন। ফলে, ভাসমান ব্যবসায়ী সহ অনেক শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন।
ঢাকা থেকে ফেরা হানিফ পরিবহনের চালক আবুল কাশেম বলেন, ‘আজকে কুয়াশা অনেক বেড়েছে। ঢাকা থেকে ফেরার পথে সন্ধ্যার সময় অনেক কুয়াশা পেয়েছি সড়কে। যার ফলে, নির্ধারিত সময় থেকে আসতে দেরী হয়েছে। রাতে চলাচল তো আরো কষ্ট হবে।’
সিলেট নগরীর রিকশা চালক দিলিপ কুমার বলেন, ‘আজ শীতের তীব্রতা বাড়ার কারণে সন্ধ্যার পর থেকে বেশি আয় করতে পারিনি। কুয়াশা বেশি তাই সড়কে মানুষ কম।’
এদিকে, সিলেট আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।