সিলেটে বেপরোয়া মোটরসাইকেলই কাল হচ্ছে তরুণদের


সিলেটে বেপরোয়া মোটরসাইকেলই কাল হচ্ছে তরুণদের

সিলেটে দিন দিন বেড়েই চলছে বেপরোয়া মোটরসাইকেল চালকদের সংখ্যা। স্কুল-কলেজ পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক তরুণদের হাতে বাইকের চাবি তুলে দিচ্ছেন অভিভাবকরা। যেখানে সচেতনতার বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না এসব তরুণ। হেলমেট কিংবা নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাবস ব্যবহার তো দূরের কথা, শহরজুড়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আর সাইরেন বাজিয়ে আধিপত্য দেখাতেই ব্যস্ত তারা। সিলেটে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোদের তালিকায় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা; যেখানে চালক ও আরোহী নিহতের ঘটনা শীর্ষে। 

সম্প্রতি ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) তথ্যমতে, সিলেট বিভাগে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৭ জন, সিএনজি-লেগুনা চালক ও যাত্রী ৮৫জন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪২টি দুর্ঘটনায় ৬১ জন, পথচারী ৬৯ জন, বৈদ্যুতিক খুটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩০ জন নিহত হয়েছেন।

সরেজমিনে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এসব বেপরোয়া তরুণ মোটরসাইকেল চালকদের প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়। তবে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের ভূমিকা প্রশংসনীয় হলেও আঞ্চলিক ও মহাসড়কগুলোতে গতির তোয়াক্কা না করে অনেকটা প্রতিযোগিতায় মেতে ওঠেন এসব তরুণ। যার ফলে, কাল হয়ে আসে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি সচেতন করার জন্য। ব্যবস্থা নিচ্ছি আইন অনুযায়ী। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা প্রয়োজন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×