মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হাতবোমায় পা উড়ে গেল যুবকের


November 16/1737354291.Clash 1.jpg

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হাতবোমার আঘাতে এক যুবকের পা উড়ে গেছে, এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রোববার (১৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সঙ্গে একই এলাকার সজীব হাওলাদারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই রোববার রাত ৯টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বোমার আঘাতে শাওন নামে এক যুবকের একটি পা উড়ে গেছে। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও নয়জন। গুরুতর অবস্থায় শাওনকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ঘটনার পর উভয়পক্ষের লোকজন গা ঢাকা দেওয়ায় কারও বক্তব্য নেওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×