অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলেটের সেই পার্ক
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৫ পিএম, ১৯ জানুয়ারী ২০২৫
.jpeg)
সিলেটে অসামাজিক কাজের অভিযোগে স্থানীয় এলাকাবাসীর তোপের মুখে আটক ১৬ ছেলে মেয়েকে বিয়ে দেয়ার ঘটনার কয়েক ঘন্টার মাথায় বিতর্কিত সেই পার্ক ও রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দায়িত্বশীলরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে রবিবার (১৯ জানুয়ারি) রাতে "অনিবার্য কারণবসত আমাদের রিসোর্টের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকিবে" এমন একটি পোস্ট করে জানিয়ে দেয়া হয়। তবে পেইজে উল্লেখিত মোবাইল নাম্বারে বিষয়টির সত্যতা জানার জন্য কল করলে সাড়া পাওয়া যায়নি।
এর আগে বিকেলে, স্থানীয় এলাকাবাসী অসামাজিক কার্যকলাপের খবর টের পেয়ে রিসোর্টের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং অপ্রাপ্ত বয়স্ক বেশ কিছু তরুণ তরুণীকে আটক করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ স্থানীয়রা রিসোর্টটির কিছু অংশে আগুণ ধরিয়ে দেন। পরে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। রীতিমতো সিলেট শহর জুড়ে বিষয়টি এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন।