পার্কে অসামাজিক কাজ, ১৬ তরুণ-তরুণীকে ধরে বিয়ে দিলেন এলাকবাসী
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২৩ পিএম, ১৯ জানুয়ারী ২০২৫

সিলেটে নামসর্বস্ব পার্কে দিনের পর দিন প্রকাশ্যে এবং গোপনে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। তবে অলি আওলিয়াগণের পুণ্যভূমি খ্যাত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন স্থানীয় এলাকাবাসীরা নিজেই। যেখানে ১৬ জন ছেলে-মেয়েক আটক করে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয়।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেল থেকেই রিজেন্ট পার্ক ও রিসোর্টে স্থানীয়রা অভিযানটি পরিচালনা করেন যেখানে বেশিরভাগই তরুণ তরুণীই অপ্রাপ্ত বয়স্ক বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছে। তাদের বিভিন্ন কক্ষে অসামাজিক কাজরত অবস্থায় পেয়েছেন স্থানীয়রা। পরে এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দিয়েছেন, তারা আসলে বিয়ের ব্যবস্থা করবেন স্থানীয় মুরুব্বিরা।