আওয়ামী লীগের কার্যালয় থেকে মৃতদেহ উদ্ধার


আওয়ামী লীগের কার্যালয় থেকে মৃতদেহ উদ্ধার

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে শামীম মিয়া (৩৭) নামে পিঠা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয়রা ভৈরব বাজারের হলুদপট্টি এলাকার আওয়ামী লীগ কার্যালয়ের যুবলীগের কক্ষে লাশটি দেখে থানায় খবর দেন। দুপুর ২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, শামীমের বাড়ি কুলিয়ারচরে। তিনি পিঠার ব্যবসায় করতেন। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আওয়ামী লীগের কার্যালয়টি ৫ আগস্ট ব্যাপক ভাঙচুরের শিকার হয়। তখন থেকে এটি পরিত্যক্ত অবস্থায় আছে বলে জানান শাহীন মিয়া।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×