সিলেটে শপিংমলের দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি


সিলেটে শপিংমলের দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি

সিলেট সিটির একটি অভিজাত শপিংমলের স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে অথবা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালের কোন এক সময় সিটির আল হামরা শপিং সিটির নুরানি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী দাবি করেন, তার দোকান থেকে প্রায় ২৫০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।

তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি।

আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় অবস্থি নুরানি জুয়েলারি। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে দোকানে যান কর্মচারীরা। দোকান খুলে দেখেন কোন স্বর্ণ নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মালিক পক্ষের দাবি, শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যাওয়া হয়। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা।

মো. জাবেদ চৌধুরী বলেন, ‘দোকানে প্রায় ২৫০ ভরি সোনা ছিল। এসব সোনার দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।’

‘দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে।’

জাবেদ চৌধুরী আরো বলেন, ‘এই মার্কেটে এর আগে কখনো এ রকম ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভাল। বাইরের কেউ এই কাজ করতে পারবে না। ভেতর থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু কে করেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’

এ নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×