গুলি করে বৃদ্ধের মৃতদেহ নিয়ে গেল বিএসএফ


গুলি করে বৃদ্ধের মৃতদেহ নিয়ে গেল বিএসএফ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সীমান্তে জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধকে গুলি করে খুন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খুনের পর ওই বৃদ্ধের মরদেহ তারা নিয়ে গেছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্যাপারটি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম। 

নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, ‘জহুর আলী নামে ওই ব্যক্তি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত তিন দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় বেশ কিছু লুঙ্গি নিয়ে আসে। পরে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরিবারের সদস্যদের বলে যায় লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবে, কিন্তু আর ফিরেনি ‘  

মো. নুর আলম বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা বিজিবিকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×