ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ উল্টে আহত তিন


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ উল্টে আহত তিন

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ উল্টে তিনজন আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) সকালে শ্রীনগর উপজেলার কামারখোলা ওভারব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকামুখী লেনে জামান এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে মালবাহী পিকআপভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি এক্সপ্রেসওয়ের ওভারব্রিজে উল্টে যায়। আর বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে আহত হন তিনজন।

এ নিয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পিকআপভ্যানের আরোহী সুজনসহ তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। পরে গাড়ি দুইটি রেকার দিয়ে সরিয়ে নেয়ার হলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×