নিজেকে পরিচয় দিতেন রাষ্ট্রদূতের ছেলে, করতেন প্রতারণা


নিজেকে পরিচয় দিতেন রাষ্ট্রদূতের ছেলে, করতেন প্রতারণা
ফাহিম আহমেদ

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ফাহিম আহমেদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

শনিবার (৪ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এ দিকে, রোববার (৫ জানুয়ারি) তার রিমান্ড আবেদন শুনানির কথা রয়েছে বলে জানা গেছে। 

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নগরীর রায়নগর এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তাকে গ্রেফতার করে। তার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামে।

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে ফাহিম বিভিন্ন সরকারি দপ্তরে বদলির তদবির ও স্কুলে ভর্তির নামে প্রতারণা করে আসছিলেন। 

‘রিমান্ড শেষে তার কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×