সাতক্ষীরায় ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা, ফেনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ


সাতক্ষীরায় ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা, ফেনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা চালানোর দায়ে সাতক্ষীরার মেসার্স এমএম ব্রিকসকে চার লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

বুধবার (১ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলায় মোবাইল কোর্ট চালানো হয়। অভিযানে পুলিশ লাইন্স ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

একই দিনে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় মেসার্স আরএলবি ব্রিক-২ নামের অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ভেকু দ্বারা ইটভাটাটি ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযানে অংশ নেয়।

পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×