সিলেটে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার


সিলেটে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসির একটি দল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে গোলাপগঞ্জ থানাধীন এতিমগঞ্জ এলাকায় অভিযান চালায়।

গ্রেফতাররা হলেন দ্বারীখেল গেয়ানঘাটের বাসিন্দা সিরু মিয়ার স্ত্রী সালিমা বেগম ও ছেলে কালা মিয়া।

‘র‍্যাব-৯’-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিদের সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সিলেট জেলার গোয়াইনঘাট থানার হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×