ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: বাসের ব্রেকে ছিল সমস্যা, চালক করতেন নেশা


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: বাসের ব্রেকে ছিল সমস্যা, চালক করতেন নেশা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনার সময় বাসটিকে অনেক বার ব্রেক কষেও থামানো যায়নি বলে আটক চালকের বরাত দিয়ে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব বলছে, ‘বাসচালক মোহাম্মদ নুর উদ্দিনের (২৬) লাইসেন্স নবায়ন ছিল না এবং তিনি নেশা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

‘র‍্যাব-১০’-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বাসচালকের বরাত দিয়ে জানান, বাসটি অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়েছিল। মেরামতের পর সেদিনই সড়কে নামানো হয়। বাসচালক প্রথম থেকেই বুঝতে পারেন ব্রেকে সমস্যা ছিল। মালিককে সেটা জানালে তিনি আস্তে আস্তে চালিয়ে যেতে বলেন

‘দুর্ঘটনার সময় বাসটিকে অনেক বার ব্রেক কষেও থামানো যায়নি বলে দাবি করেছেন চালক।’

‘চালক নুর উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি গাঁজা সেবন করতেন। তবে গতকাল বাস চালানোর সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন না বলে জানিয়েছেন।’ বলেন এই র‍্যাব কর্মকর্তা।
 
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে মোহাম্মদ নুর উদ্দিনকে আটক করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×