খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার


খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

খাগড়াছড়ি জেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পৃথক অভিযানে জেলা সদর ও মহালছড়ি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই নেতা হলেন মহালছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন ও গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল।

গ্রেফতারের পর বুধবার তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জসিম উদ্দীনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার (২৯ ডিসেম্বর) জসিম উদ্দীনের রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। 

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বুধবার সকালে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×