সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধের শঙ্কা প্রবাসীদের
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট নিয়ে আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ বিমানের তরফ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা নেই। তবে, টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে গত মে মাস থেকে। ফলে, অতীত অভিজ্ঞতার আলোকে প্রবাসীরা ধারণা করছেন, এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এ নিয়ে উত্তর যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র জানায়, মূলত দুইটি কারণে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানে ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একটি হচ্ছে যাত্রী সংকট, বিমানের উড়োজাহাজ সংকট। তবে, যাত্রী সংকটের অভিযোগ মানতে নারাজ প্রবাসীরা।
এ রুটে ফ্লাইট চালু করার জন্য সভা ও গণস্বাক্ষর কর্মসূচি প্রবাসীরা।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সভা করেছে প্রবাস বাংলা ইউকে। মো. শাহীন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ প্রেস ক্লাবের সভাপতি শিহাব আহমদ। প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। স্বাগত বক্তব্য দেন প্রবাস বাংলা টিভির সিলেটের ব্যুরো প্রধান শফিকুল ইসলাম। এছাড়া, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে সময় টেলিভিশনের সিলেট প্রতিনিধি অপু বনিক বলেন, ‘অত্যন্ত জরুরি এ রুটে বিমানের ফ্লাইট বন্ধের পাঁয়তারা চলছে। এটি কোনভাবেই কাম্য নয়। কেননা, সিলেটের হাজার হাজার প্রবাসীরা এতে সংকটে পড়বেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশা করি, এই সিদ্ধান্ত বাদ দিয়ে এই রুটে বিমানের ফ্লাইট বিগত সময়ের মতো চালু থাকবে।’
এনটিভি সিলেটের ভিডিও জার্নালিস্ট আনিস রহমান বলেন, ‘সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ হলে সিলেটের হাজার হাজার প্রবাসীরা বিপাকে পড়বেন। তাই, কোন অবস্থাতেই যেন এই রুটে ফ্লাইট বন্ধ না হয়।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমরা একটি অস্পষ্ট বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি। কেননা, বিমান কর্তৃপক্ষ এই রুটে বিমান ফ্লাইট বন্ধের ঘোষণা দেননি। এক শ্রেণির দালাল যারা আমাদের দেশের ভাল চায় না, তারাই বুকিংয়ের জন্য যাত্রীদের হয়রানি করছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে সুগভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি৷ প্রবাসীরা কেন এই রুটের টিকেট পাচ্ছেন না? এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অন্তত সাড়ে তিন কোটি মানুষের এই ফ্লাইটের সাথে সম্পৃক্ততা রয়েছে। তবে, কেন এই রুটে ফ্লাইট বন্ধের পাঁয়তারা চলছে, এ বিষয়ে আপনারা প্রশ্ন তুলুন৷’
তিনি আরও বলেন, ‘সিলেট-ম্যানচেস্টার রুটে অনেক বয়স্ক প্রবাসী আসা-যাওয়া করে থাকেন। তাদের সাথে এমন দুর্ব্যবহার কাম্য নয়। আমরা বিস্মিত হই, বিমান বাংলাদেশে এখনও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বসে আছে। প্রবাস বাংলা ইউকে এর প্রতিবাদ করায় আমি তাদের ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকেই এই ব্যাপারে কথা বলব। সমাজ সচেতন ব্যক্তিরা কথা বললে এই ষড়যন্ত্র বা কূটকৌশল বাস্তবায়ন হবে না। এটা সিলেটবাসী মেনে নেবে না।’
প্রসঙ্গত, সিলেট-ম্যানচেস্টার রুটটি উত্তর যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু তাদের যাতায়াতের মাধ্যম নয়, বরং দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক ও সামাজিক সংযোগের অন্যতম সেতুবন্ধন। প্রবাসীরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এবং রুটটি চালু রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।