নিষিদ্ধ সংগঠনের নেতা ফরহাদ বয়াতি গ্রেপ্তার


নিষিদ্ধ সংগঠনের নেতা ফরহাদ বয়াতি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ওই নেতার নাম ফরহাদ হোসেন ইমন ওরফে ফরহাদ বয়াতি (৩৫)। লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জলিল বয়াতি।

বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ। তিনি বলেন, ফরহাদ বয়াতির নামে একটি সিআর ওয়ারেন্ট ছিল। তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×