বিজয় দিবস উপলক্ষে আদর্শ ডিগ্রি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিজয় দিবস উপলক্ষে আদর্শ ডিগ্রি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে আদর্শ ডিগ্রি কলেজ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খাহ্রা-চুড়াইন আদর্শ ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাত্রীদের জন্য ব্যাটমিন্টন ও ছাত্রদের জন্য ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের গভর্নিং বডির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও দাতা সদস্য গাজী শফিউদ্দিন আহম্মেদ।

এর আগে কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম সদস্যদের সাথে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×