সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকা পড়া পর্যটকরা


সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরছে আটকা পড়া পর্যটকরা

রাঙমাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দ্যেশে তারা ফিরতে শুরু করে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুরো দিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা ঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল থেকে বুধবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, যারা মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে আটকা পড়েছিল এবং আজ সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল, তারা বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে। 

তিনি আরও জানান, দুই দিনের জন্য যারা এসেছেন, তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।

বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ৪৪০ জন পর্যটকর সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।

উল্লেখ্য, এলাকা নিয়ন্ত্রণে গত কয়েক দিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমা জেএসএস ও প্রসীত গ্রুপ ইপিডিএফ- দুই অঞ্চলিক দলের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনার ঘটে। তবে, এখনো হতাহতর কোন সংবাদ পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×