নওগাঁ সীমান্তে ছয় মহিষসহ চোরাকারবারি আটক


নওগাঁ সীমান্তে ছয় মহিষসহ চোরাকারবারি আটক

নওগাঁ জেলার পোরশা উপজলায় ছয়টি অবৈধ মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৩০ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ।

শনিবার (৩০ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে চার কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বেজোড় মোড় নামের স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় বড় আকৃতির অবৈধ ছয়টি মহিষ ও মহিষ বহনকারী একটি গাড়িসহ ফারুক হোসেন নামে চোরাকারবারিকে হাতেনাকে আটক হয়। আটক ফারুক হোসেন পোরশা উপজেলার সোভাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার সাথে আরো দশ জন জড়িত আছে বলে বিজিবিকে জানিয়েছে আটক ফারুক।

জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের ও আটক মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। একইসাথে পলাতক  আসামিদের  ধরতে তৎপরতা চলছে বলে বলেও জানায় বিজিবি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×