ছোট ভাইয়ের হাতে প্রবাসী বড় ভাই খুন


ছোট ভাইয়ের হাতে প্রবাসী বড় ভাই খুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছোট ভাইয়ের হাতে প্রবাসী আপন বড় ভাইকে খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চরপানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে হাসান মিয়া দীর্ঘ ১১ বছর ধরে কুয়েত থাকেন। এরই মধ্যে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে চারদিন আগে দেশে আসেন বড় ভাই হাসান। এ নিয়ে আজ একটি সালিস বসার কথা ছিল। কিন্তু এর আগেই ছোট ভাই ধারাল চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। 

বালুচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, ‘ঘাতক হারুনের সাথে তার ভাবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার-সালিস হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে। আজ প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।’ 

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আছে। ভাবির সাথে দেবরের প্রেমঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড বলে শুনতেছি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×