ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তে আটক ৪


ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তে আটক ৪

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তে তিন নারীসহ চার জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। একই দিনে ভোরে সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্তে তিনটি ভারতীয় গরু আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের দিকে কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা হলেন- বরিশালের কোতোয়ালি থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি (৩৫), আঁখি আক্তার (২৭), নেত্রকোনার সদর থানার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেড়াগাছি থেকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের সময় কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল কৌশলে অবস্থান নিয়ে চার ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ও মানবপাচার চক্রের পাঁচ জনকে পলাতক আসামী করে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×