
হবিগঞ্জের চুনারুঘাটের রাখি এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ট্রাক্টরচালককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
ওই ট্রাক্টরচালকের নাম ফরিদ মিয়া (৪৫)। তিনি উপজেলার একডালা গ্রামের বাসিন্দা।
গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বালু বহনে ব্যবহৃত একটি ট্রাক্টরও আটক করা হয়।
ইউএনও মো. জিয়াউর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক ট্রাক্টরটি উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে।
তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।