
বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার উদ্দেশ্যে দরপত্র আহ্বান করেছে ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান (টিসিপি)।
সোমবার (২৪ নভেম্বর) দরপত্রটি প্রকাশিত হয়েছে বলে পাকিস্তানভিত্তিক দৈনিক ডন নিশ্চিত করেছে।
দীর্ঘসময় ধরে দুই দেশের সম্পর্ক অচলাবস্থায় থাকলেও ২০২৪ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক উষ্ণ হয়েছে এবং দ্বিপাক্ষিক যোগাযোগও বাড়ছে।
টিসিপি-র জারি করা টেন্ডার বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় আগামী ২৮ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করাচি বন্দর হয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির জন্য ১ লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কিনতে কোম্পানি, অংশীদারিত্ব ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো থেকে পৃথক সিল করা দরপত্র চাওয়া হয়েছে।
চাল অবশ্যই পাকিস্তানের সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে এবং এতে কোনো ধরনের দুর্গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ বা পোকামাকড়ের আক্রমণের চিহ্ন থাকা যাবে না- এমন শর্তও উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু হয় গত ফেব্রুয়ারিতে, ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে।
এর আগে গত মাসে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে ঢাকার বাণিজ্য সহজ করতে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয় ইসলামাবাদ।