
সিলেটের কানাইঘাটে ভোররাতে দুই ভাই আবারও হত্যাকাণ্ডে জড়ানোর ঘটনায় গ্রামাঞ্চল স্তব্ধ। পূর্ববিরোধের জের ধরে তারা এক ব্যক্তির ঘরে ঢুকে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ।
রবিবার (০৯ নভেম্বর) ভোরে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবদুল হান্নান (৫৫) ছিলেন বাখালছড়া গ্রামের প্রয়াত শফিকুল হকের ছেলে। হত্যার অভিযোগে অভিযুক্ত দুই ভাই হলেন- ডাউকেরগুল গ্রামের প্রয়াত ফরমান আলীর ছেলে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ফারুক আহমদ ও মঈন উদ্দিনের নেতৃত্বে ৬-৭ জন আবদুল হান্নানের বসতঘরে হামলা চালায়। তারা দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হান্নানকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিল্পী বেগম ও বড় ভাই আবদুল মন্নান জানান, “আবদুল হান্নান সম্প্রতি তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমি বিক্রি করে ১০ লাখ টাকা ঘরে রেখেছিলেন। ভোর ৫টার দিকে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগীদের নিয়ে এই টাকা লুটের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। তারা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে টাকা নিয়ে যায়।”
অন্য একটি সূত্র জানায়, প্রায় এক বছর আগে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার সময় আবদুল হান্নানের লোকজনের সঙ্গে ফারুক আহমদের লোকজনের সংঘর্ষ হয়েছিল। এতে ফারুক আহত হন। সংঘর্ষের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই হান্নানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানিয়েছেন, “ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর প্রায় ৩ বছর আগে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর তারা পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছে।”
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।