
বিশ্ব ফুটবলের সুপারস্টার নেইমার এবার বিশেষ উপহার পাঠালেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার জন্য, নিজ হাতে স্বাক্ষর করা ব্রাজিল দলের জার্সি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জার্সিটি তুলে দেওয়া হয় জামালের হাতে।
জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা আয়োজিত ‘হোন্ডা বাংলাদেশ ফুটসাল টুর্নামেন্ট’-এর দ্বিতীয় আসরে এবার অংশ নেবে ৩২টি দল। টুর্নামেন্টকে কেন্দ্র করে গতকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কক্ষে আয়োজন করা হয় বিশেষ উন্মোচন অনুষ্ঠান। সেখানে ট্রফি প্রকাশের পাশাপাশি অংশগ্রহণকারী সব দলের লোগোও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নেইমারের পাঠানো জার্সি। মোটো হোন্ডা দ্য অ্যামোজেনিয়া ব্রাজিলের উদ্যোগে পাঠানো এই জার্সি জামালের হাতে তুলে দেন বাংলাদেশ হোন্ডা লিমিটেডের এমডি সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান।
জার্সিতে ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় নেইমার লিখেছেন: “টু ডিয়ার জামাল ভূঁইয়া।” এক ভিডিও বার্তায় ব্রাজিলের হোন্ডা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, নেইমার বন্ধুত্বের প্রতীক হিসেবে জার্সিটিতে স্বাক্ষর করেছেন। নেইমার যেভাবে ব্রাজিলে হোন্ডার দূত হিসেবে কাজ করছেন, বাংলাদেশে একই ভূমিকা পালন করছেন জামাল ভূঁইয়া।
গত বছরও হোন্ডার আয়োজিত ফুটসাল ইভেন্টে অংশ নিয়েছিলেন জামাল। তার মতে, প্রিমিয়ার লিগের চেয়েও হোন্ডার ফুটসালে প্রতিযোগিতা বেশি হয়।