
হাইকোর্টের আদেশ পাওয়ার পর আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এর আগে তিনি বিমানবন্দরে বাধাপ্রাপ্ত হয়ে যুক্তরাষ্ট্র যাত্রা করতে পারেননি।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান সোহেল তাজ। তিনি পোস্টে লিখেছেন, “মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।”
এর আগে ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছিল সোহেল তাজকে। তখন বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত জানিয়েছিল, “ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।”