
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যাপক সাংগঠনিক প্রচারে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। ওই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন আদায়ে সারা দেশে সমন্বিত ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এনসিপি সূত্র জানায়, যেসব সংসদীয় আসনে দলের প্রার্থী রয়েছেন সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বে প্রচারণা পরিচালিত হবে। অন্যদিকে যেসব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, সেখানে বিশেষভাবে মনোনীত ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধিদের মাধ্যমে গণভোটের পক্ষে জনসংযোগ চালানো হবে।
দলীয় সূত্র অনুযায়ী, এই সার্বিক কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। তার তত্ত্বাবধানেই দেশজুড়ে গণভোটকেন্দ্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই গণভোটের প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে দলটি।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, “খুব শিগগিরই আমরা গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইনে নামব। ‘হ্যাঁ’কে বিজয়ী করার লক্ষ্যে আসনভিত্তিক অ্যাম্বেসেডর বা প্রতিনিধি দেওয়া হবে। এসব প্রতিনিধির কাজ হবে জনগণকে সচেতন করা এবং বোঝানো কেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন এবং কেন এটি জয়ী হওয়া জরুরি।”