
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে নারীসহ দু’জনকে আটক করেছে বিজিবি।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয় ।
আটক হামজা হাসান (৩৫) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাগআচড়া সরকারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ৫০ গজ বিওপির অভ্যন্তরে মাটিলা গ্রামের বেলেঘাট পোস্ট-এর পূর্ব পাশ হতে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে দু’জন (০১ পুরুষ এবং ০১ নারী) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।