
গাজা সীমান্তে সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় অন্তত চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও।
রোববার (৩ আগস্ট) সারা দিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে দাবি করে, গাজা শহরের আল-তুফাহ্ এলাকার পূর্বদিকে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে তারা। তবে এই বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরাঞ্চলে একাধিক বহুতল আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল-মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব অংশে তীব্র গোলাবর্ষণ চালানো হয়।
গাজা কেন্দ্রস্থলের আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকেও হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ দেইর আল-বালাহ অঞ্চলে বিমান হামলার খবর জানিয়েছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার।
গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে একটি আবাসিক ভবনে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আল-আওদা হাসপাতালের চিকিৎসা বিভাগ। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ১১৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৬৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।
সূত্র: শাফাক নিউজ