
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম ম্যাচ শুরুর আগ মুহূর্তে এক দুঃসংবাদ ক্রীড়াঙ্গনকে শোকাহত করেছে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
ম্যাচ শুরুর আগ মুহূর্তে খেলোয়াড়দের সঙ্গে গা গরম করছিলেন জাকি। আচমকাই মাটিতে লুটিয়ে পড়ার পর তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
জাকির আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, “কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। আমি আমার পেশাদার ক্রিকেটের প্রথম দিন থেকেই তাকে চিনতাম এবং তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো আমার মনে আছে। তার শেষ মুহূর্তও কেটেছে একটি ক্রিকেট মাঠে, তার সবচেয়ে প্রিয় কাজে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।”
অন্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, “জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন।”
বর্তমানে বিগ ব্যাশে ব্যস্ত রিশাদ হোসেনও শোক প্রকাশ করেছেন, “সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।”
ক্রিকেটার শরিফুল ইসলাম লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না—আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়—প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।”