
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার বিকালে রাজধানীর বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব দাবি জানান।
দাবি তিনটি হলো: সরকারকে আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা।
রাশেদ খান অভিযোগ করে বলেন, "নুরকে হত্যার উদ্দেশে তাকে বুটজুতা দিয়ে পেষা হয়েছে।" তিনি আরও বলেন, "অনেকে দাবি করেছেন যে আমরা জাতীয় পার্টির কার্যালয়ে গিয়েছিলাম, এজন্য নুরকে মারধর করা হয়েছে। কিন্তু, আমরা যখন আমাদের কার্যালয়ে ফিরছিলাম, তখনই নুরসহ নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়।"
তিনি হামলায় জড়িত সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া, নুরের ওপর নির্দয়ভাবে হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে পুলিশ ও প্রতিরক্ষা সংস্কার কমিটি গঠনের আহ্বান জানান।