
আবাসিক এলাকার নিয়ম ভেঙে বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগে রাজধানীর বারিধারা আবাসিক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজউক জোন–৪/১-এর আওতাধীন বারিধারা এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে আবাসিক প্লটে অবৈধভাবে হোটেল, রেস্টুরেন্ট, সেলুন, স্পা ও নির্মাণ কার্যক্রম পরিচালনার অভিযোগে মোট সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, “আবাসিক এলাকার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও নকশা আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকে আমরা বারিধারা এলাকায় অভিযানকালে আবাসিক প্লটে অবৈধভাবে হোটেল, রেস্টুরেন্ট, সেলুন, স্পা ও নির্মাণ কার্যক্রম পরিচালনার অভিযোগে মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা করি। এর মধ্যে ৪টি রেস্টুরেন্ট ও সেলুন-স্পা সিলগালা করা হয় এবং ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিই।”
মোবাইল কোর্টে জোন–৪/১-এর অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকরা এবং বারিধারা সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।