
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি আবু তাহের কাজীকে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ওলামা লীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকা আবু তাহেরকে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছনকান্দা মিলনবাজার এলাকা থেকে ধরে থানায় আনা হয়েছে। তিনি জোরবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন মাস্টারের ছেলে এবং আদালতে দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, আবু তাহের অর্থের বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করাসহ অতিরিক্ত ফি আদায়, নকল কাবিননামা সরবরাহ এবং অন্যান্য অপকর্মে জড়িত ছিলেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “আবু তাহের বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।”