
ঢাকার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে গত ১৯ ডিসেম্বর গভীর রাতে সংঘটিত হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছেন। পুলিশ এই লুটপাটের কয়েকজনকে শনাক্ত করেছে। পরে জানা যায়, এক ব্যক্তি লুটের এক লাখ টাকা দিয়ে মোহাম্মদপুরের বাসায় নতুন ফ্রীজ কিনেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার বাসিন্দা এই ব্যক্তিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, হামলার সময় সে ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিল। পুলিশ ইতিমধ্যে এর মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত ওই ব্যক্তি লুট করা বাকি টাকা দিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা পুলিশ উদ্ধার করেছে।
অন্য গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নামে মাদকসহ ১৩টি মামলা রয়েছে। তাকে ঢাকার কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আরেকজনের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ সংক্রান্ত দুইটি মামলা রয়েছে।
এই হামলা ঘটেছিল শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা পাওয়ার পর। হামলাকারীরা প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর ও অবকাঠামোগত ক্ষতি করেছে।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, কারওয়ানবাজারের চারতলা প্রথম আলো অফিসটি পুরোপুরি পুড়ে গেছে, এখনও কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে। ডেইলি স্টার অফিসের নিচ তলা ও দোতলা আগুনে পুড়ে গেছে। ভেতরের ভাঙচুর করা জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।
সূত্র: বিবিসি