
রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) এবং তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশ তার স্বামী রাব্বীকেও আটক করেছে। হত্যার পর গৃহকর্মী আয়েশা পালিয়ে তার স্বামীর কাছে ঝালকাঠিতে গিয়ে আত্মগোপন করেছিল।
পুলিশ জানিয়েছে, স্বামী রাব্বীকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তার সম্পর্ক খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সংবাদমাধ্যমকে বলেন, “হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। গত দুইদিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। আয়েশা তার শশুরবাড়ি পলাতক ছিলেন। এ সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়।”
তিনি আরও জানান, “দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা রওয়ানা হয়েছেন। দুজনকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য হয়তো সামনে আসতে পারে।”