
হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫)। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। তিনি জানান, তানভীর মাহমুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুর দেড়টার দিকে তাকে কারাগার থেকে ঢামেকে আনা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটায় তাকে হাসপাতালের ছয়তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার-ঘনিষ্ঠ সূত্র জানায়, তানভীর মাহমুদ বহুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হাঁপানিসহ বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তার দীর্ঘদিনের সঙ্গী।
হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে গত বছর অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ১০ কোটি টাকা ঋণ আত্মসাতের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণা করেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম।
উল্লেখ্য, সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিকপক্ষ, কর্মকর্তা ও সোনালী ব্যাংকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়। তানভীর মাহমুদ এসব মামলার একটির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।