
রাজধানীর ব্যস্ত এলাকায় এক মুহূর্তের অসাবধানতায় মায়ের চোখের আড়ালে তিন বছরের শিশুকে নিয়ে পালিয়ে গেছে এক ইজিবাইক চালক। মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটে যাওয়া এ ঘটনায় শিশুটির সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম হিসান রহমান। তার মা সুমাইয়া আক্তার এ ঘটনায় মুগদা থানায় জিডি করেছেন।
ভুক্তভোগী মা সুমাইয়া আক্তার জানান, তিনি মুগদার দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকেন। তাঁর স্বামী হারুন রহমান প্রবাসে কর্মরত। বুধবার সকালে একটি পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে তিনি মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাসায় ফেরার জন্য হাসপাতালের সামনে একটি ইজিবাইক ভাড়া নেন।
ইজিবাইকে ওঠার পর পানির প্রয়োজন হলে তিনি শিশুকে সিটে বসিয়ে রেখে সামনের একটি দোকান থেকে এক বোতল পানি কিনতে যান। ফিরে এসে দেখেন, ইজিবাইকটি সেখানে নেই। এরই মধ্যে চালক শিশুসহ ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
নিখোঁজ শিশুর মামা আজিজুর রহমান বলেন, মুহূর্তের মধ্যেই ঘটনাটি ঘটে। তারা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। তাঁর ভাষায়, চালক দ্রুতগতিতে ইজিবাইক চালিয়ে চলে যাওয়ায় শিশুর মা বুঝে ওঠার সুযোগ পাননি।
ঘটনার পর হিসানের মা মুগদা থানায় জিডি করেন। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, যার মধ্যে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ক্যামেরার ফুটেজও রয়েছে।
এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মা শিশুকে ইজিবাইকের সিটে বসিয়ে রেখে পানি কিনতে যান এবং খুব অল্প সময়ের মধ্যেই চালক গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন। তবে ফুটেজে ইজিবাইক চালকের ছবি স্পষ্ট নয়। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঢাকার সব থানাকে ঘটনাটি জানানো হয়েছে।