
রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবল শফিকুল ইসলাম (৪২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে এবং যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার আগে রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়ের মোবাইলে একটি বার্তা পাঠান শফিকুল ইসলাম। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।’ এরপর মেয়ে ফোন করলে তিনি আর কলটি রিসিভ করেননি।
শফিকুল ইসলামের সম্বন্ধী ও স্ত্রীর বড় ভাই আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, ফাঁড়ির ওয়াশরুমে শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।