
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অনলাইনে অপপ্রচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলা দায়ের করেন। আদালত মামলাটি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেবেন। মামলার অভিযুক্তরা হলেন রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।
মামলার নথি অনুযায়ী, ১৯ ডিসেম্বর এই দুই ব্যক্তি তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়িয়ে জনমনে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি করেছেন। মাহমুদুর রহমান অভিযোগ করেন, এ ধরনের বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে তিনি ঢাকার ১০ নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির ৫০০, ৫০৫ এবং ১০ ধারায় মামলা করেছেন।
তিনি অভিযুক্তদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেলহাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মামলা দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদুর রহমান বলেন, "একটি মহল আবারও আমার দেশ পত্রিকা বন্ধ করার ষড়যন্ত্র করছে।" তিনি আরও জানান, অনলাইনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তার ও পত্রিকার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
মাহমুদুর রহমান বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা মজলুম ছিল, এখন তারাই আমার দেশ পত্রিকাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।" তিনি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের প্রস্তাব আসলেও তা প্রত্যাখ্যান করেছেন মাহমুদুর রহমান। তার ভাষ্য, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর যেকোনো হামলার বিরুদ্ধে তিনি আইনের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন।