
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। শুক্রবার ১২ ডিসেম্বর ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি পরিপত্রে এই বাধ্যবাধকতা জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয় যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে প্রস্তুত করা ছবিসহ ভোটার তালিকাকেই চূড়ান্তভাবে ব্যবহার করতে হবে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং ভোটগ্রহণ কর্মকর্তারা কেবলমাত্র এই ছবিযুক্ত তালিকাই ব্যবহার করবেন। তবে প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে তা মুদ্রণ করে ব্যবহার করতে পারবেন।
সিডি সংগ্রহের নিয়মে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আবেদন করতে হবে। ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য ৫০০ টাকা এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের কোড নম্বর হিসেবে উল্লেখ করা হয়েছে ১০৬০১০১১০০১২৫-১৪২৩২৫৩।
পরিপত্রে আরও বলা হয়, প্রার্থীদের দেওয়া ছবি ছাড়া ভোটার তালিকার সিডি শতভাগ যাচাই করে ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে তারপর ভোটকেন্দ্রে পাঠাতে হবে।
আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তফসিল ঘোষণার পরপরই ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করে তাদের দ্রুত নিবন্ধন সংক্রান্ত তথ্য জানাতে হবে।