
মানিলন্ডারিং অনুসন্ধানের প্রেক্ষাপটে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমের মালিকানাধীন গুলশানের একটি বহুতল ভবনসহ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই আদেশে ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত আরও একটি বড় পরিসরের জমিও জব্দ করা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, গুলশানে দশমিক ৪৯৫০ একর জমির ওপর নির্মিত বহুতল ভবনসহ ওই সম্পত্তি জব্দ করা হবে। পাশাপাশি ভাটারা এলাকায় থাকা তিন দশমিক ৩৭৭ একর জমিও জব্দের আওতায় এসেছে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আলমগীর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম এসব স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আহমেদ আকবর সোবহান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য ১০ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
অনুসন্ধান চলাকালে প্রাপ্ত তথ্যে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিপুল অর্থ পাচারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে যে আফরোজা বেগম তার মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের উদ্যোগ নিচ্ছেন। এই হস্তান্তর সম্পন্ন হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনগত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অনুসন্ধান শেষ করে মামলা ও তদন্ত সম্পন্ন করা, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তকরণ নিশ্চিত করতে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।