
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদন অনুমোদন করেন। আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক রাসেল রনি আদালতে আবেদন করেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী সহ অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হিসেবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের এবং সেই আয়ের উৎস আড়াল করার অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে তদন্ত চলছে।
দুদকের অভিযোগ, বিপ্লব কুমার সরকার ও হোসনেয়ারা বেগম তাদের ব্যাংক এবং বিও হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করতে চাচ্ছেন, যা যদি ঘটে তাহলে পরবর্তীতে অর্থ উদ্ধার করা কঠিন হবে। তাই দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী এসব হিসাব থেকে অর্থ উত্তোলন অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৯ ডিসেম্বর, আদালত বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।