
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের এই ফেরা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছে একটি ‘কনফিডেন্স বুস্টার’ হিসেবে কাজ করবে।
বিডা চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, এ ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশ ধীরে ধীরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক স্থিতিশীলতার এই ইঙ্গিত বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এদিকে দেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে গত সপ্তাহের আরেকটি বড় অগ্রগতির কথাও তুলে ধরেন বিডা চেয়ারম্যান। তিনি জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) বিষয়ে আলোচনা বা নেগোশিয়েশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এ ধরনের চুক্তিকে অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো দেশগুলো যেখানে এফটিএ বা ইপিএ চুক্তিতে অনেক এগিয়ে, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে এতদিন এ ধরনের চুক্তির সংখ্যা ছিল শূন্য। জাপানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সেই ঘাটতি কাটাতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।