
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বিদেশি ঋণের নতুন প্রতিশ্রুতি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৩ শতাংশ বেড়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আজ সোমবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রায় ১.২১৯ বিলিয়ন ডলারের নতুন চুক্তি স্বাক্ষরিত বা প্রতিশ্রুত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল মাত্র ৫২২.৬৮ মিলিয়ন ডলার।
ইআরডি সূত্র জানিয়েছে, গত অর্থবছরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, সরকার পতন, প্রশাসনিক অস্থিরতা এবং উন্নয়ন সহযোগীদের আস্থার সংকটের কারণে বিদেশি ঋণের প্রতিশ্রুতি কম ছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় নতুন প্রতিশ্রুতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র আরও জানায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে বৈদেশিক ঋণের অর্থছাড়ও বৃদ্ধি পেয়েছে। তবে এই সময়ে উন্নয়ন সহযোগীরা যে পরিমাণ ঋণ ছাড় করেছে, বাংলাদেশ তার প্রায় সমপরিমাণ অর্থ পরিশোধ করেছে। এ সময়কালেই উন্নয়ন সহযোগীরা ১.৯৪ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে, আর বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও মূল অর্থ মিলিয়ে ১.৮৯ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।