
রাজধানীর গুরুত্বপূর্ণ পাইকারি বাজার কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এ ঘটনাকে চাঁদাবাজদের দুঃসাহসের ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কারওয়ান বাজার দেশের অন্যতম প্রধান পাইকারি বাণিজ্যকেন্দ্র। এখানকার চাঁদাবাজির প্রভাব রাজধানীর প্রায় সব খুচরা বাজারে পণ্যের দামে প্রতিফলিত হয়। তিনি উল্লেখ করেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি দীর্ঘদিনের সমস্যা এবং ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, চাঁদাবাজি কমার বদলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনেই হামলা চালানোর সাহস দেখানো হয়েছে। তিনি বলেন, “এটা অপরাধকে অপরাধ মনে না করার চূড়ান্ত আলামত।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার কঠোর নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান থাকবে— “চাঁদাবাজদের শক্ত হাতে প্রতিহত করুন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। কোনো রাজনৈতিক দল চাঁদাবাজদের পক্ষ নিলে তা জনগণকে অবহিত করুন। জনতাই সেই রাজনৈতিক দলকে প্রতিহত করবে।”