
রাজধানীতে গত শুক্রবারের ভূমিকম্পের প্রভাবে মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটল ধরা পড়েছে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর মধ্যে রয়েছে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট।
কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষে ফ্লোরে ফাটল দেখা গেছে। বিজয় সরণি স্টেশনের সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল লক্ষ্য করা গেছে। পল্লবী স্টেশনের সাব-স্টেশন ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালও ফাটলযুক্ত। মিরপুর-১১ স্টেশনের সাব-স্টেশনের ফ্লোর এবং মিরপুর-১০ স্টেশনের কিছু টাইলস ফাটলযুক্ত। ফার্মগেট স্টেশনের লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরা দিয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, ফাটলগুলো গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রানের সময় কোনো ঝুঁকি পাওয়া যায়নি, তাই মেট্রোরেল চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।